কবিতা : ‘তুমি ভালো থেকো’ – শুভঙ্কর লাহিড়ী

0
105
শুভঙ্কর লাহিড়ী

তুমি ভালো থেকো

যেদিন প্রথম তোমায় চোখ মেলে দেখেছিলাম।
সেই মুহুর্তটা আজও ভুলতে পারিনি
তখন দিগন্ত-জোড়া আকাশে ছিল –
ডুবন্ত সূর্যের স্নিগ্ধ আলো,
আর আকাশে ছিল হালকা কালো ভাসা ভাসা মেঘ
মাটিতে টুপটাপ বৃষ্টি পড়ার শব্দ শুনেছিলাম,
এখনও মাঝে মাঝে
মনের মধ্যে তার প্রতিধ্বনি বেজে ওঠে।
এরপর –
কত কথা, হাসি গল্প, কত কল্পনা
এসবই ছিল প্রতিদিনের জীবন ছন্দ।
শীতের দিনে, হালকা রোদে মাঝদুপুরে
মুখোমুখি বসে, কত স্বপ্ন দেখা
গুনগুন করে সুমিষ্ট প্রেমের গান গাওয়া
জীবনে নতুন পথ তৈরী করার আলোচনা
এসবই ঠিকঠাক চলছিল।
তুমি জানো –
আজ আমি সম্পূর্ণ একা
তুমি ঘুরে গেলে আপণ কক্ষ পথে,
তোমার দেওয়া কথা, তোমার প্রতিশ্রুতি, সব ভুলে গেলে
এটা শুধু তুমিই পারো
তোমার দুঃখ, তোমার ব্যথা, জানালে না একবার
আমি শুধু তোমাকে ভেবে একাই বসে আছি।
আমার যাই হোক না কেন, তুমি ভালো থেকো
এটাই আমার সান্ত্বনা।

কবি – শুভঙ্কর লাহিড়ী

Advertisement